মাগুরায় বিএনপির সমাবেশে হামলার অভিযোগ, আহত ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/15/magura.jpg)
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা বিএনপির সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় তিন জন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শহরের ইসলামপুর পাড়ার দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মাইক বন্ধ করে দিয়ে পুলিশ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ জানান, সমাবেশে মাইক বন্ধ করে দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সেচ্ছাসেবক দলের রানা আহত হন।
সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক জানান, পুলিশের অনুমতি নিয়ে মাইক ব্যবহার করা হয়। তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন পুলিশ মাইক বন্ধ করে লাঠিপেটা শুরু করে। তিনি এর প্রতিবাদ জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ কোনো লাঠিচার্জ করেনি।’