উড়োজাহাজ বিধ্বস্ত : আহতদের বহনে মেট্রোরেলের বগি রিজার্ভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়ার জন্য মেট্রোরেলের বগি রিজার্ভ রাখা হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগিটি রিজার্ভ রাখা হয়েছে।
আজ বিকেল ৫টা পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তায় হেলিকপ্টার ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন এনটিভি অনলাইনকে জানান, কতজন এসেছে তার কোনো হিসাব নেই। তবে আমার হাসপাতাল পুরোটাই ভর্তি। আপাতত চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছে পুরো টিম।
এ দিকে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ যুদ্ধবিমানটি রোববার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।