মাছের খামার থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সিয়াম (২২) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার দরিরামপুর এলাকার একটি মাছের খামার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ দিন আগে সিয়াম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আজ সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। নিহত সিয়ামের বাবা আবদুল কুদ্দুস তাঁর ছেলের মরদেহ শনাক্ত করেন।
সিয়াম তাঁর বড় ভাইয়ের সঙ্গে নারায়ণগঞ্জের ফতুল্লায় বসবাস করতেন। তিনি ফতুল্লা তুলারাম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সিয়াম মাদকাসক্ত ছিলেন। পুলিশের ধারণা, অতিরিক্ত মাদক সেবনে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।
পরে সিয়ামের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।