মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/19/jamalpur_news_pic.jpg)
জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা। ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু আশিক (১২) মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে যানা গেছে, বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ শিকারের সময় অসাবধানতাবশত হঠাৎ পুকুরে পড়ে যায় আশিক। পরে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। তার বাবা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুনজুরুল বারী তাকে মৃত ঘোষণা করেন। শিশু আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর শামীম আহম্মেদ দুদু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।