জামালপুর সদর আসনে এলডিপির প্রার্থী ঘোষণা

জামালপুর-৫ আসনে এলডিপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয় নাওভাঙ্গা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে। ছবি : এনটিভি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) দলীয় প্রার্থী হিসেবে মুহাম্মদ মাসুদ হোসাইনের নাম ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নাওভাঙ্গা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এলডিপির ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাসেল পারভেজ বলেন, ‘এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল অলি আহমদ যেহেতু ডিফেন্সের, তাই এই দলে শৃঙ্খলা অত্যন্ত মূল্যবান।’ তিনি জানান, জামালপুরে অনেকেই প্রার্থীতার জন্য আবেদন করলেও রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দক্ষ হওয়ায় দলের হাইকমান্ড মুহাম্মদ মাসুদ হোসাইনকে মনোনীত করেছে।
সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী মুহাম্মদ মাসুদ হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।