মাছ ধরার জালে মিলল ৬০ হাজার পিস ইয়াবা, আটক ২

কক্সবাজারে ইয়াবা পাচারে জড়িত সন্দেহে আটক দুজন। ছবি : এনটিভি
কক্সবাজারে এবার মাছ ধরার জালের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় অভিযানটি চালানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সে সময় ওই ঘরে কাউকে পাওয়া যায়নি। কিন্তু ঘরে থাকা মাছ ধরার জালের ভেতরে লুকিয়ে রাখা ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ইয়াবা নিতে আসা সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃতদের দুজনকে কক্সবাজার সদর থানা হেফাজতে রাখা হয়েছে।