মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মা ও মেয়ের, স্বজনদের আহাজারি

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানের আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন। উপজেলার ডঙ্গুরপাড় এলাকায় আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, এ দুর্ঘটনার পরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।
নিহত দুজন হলো—শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জিয়াসমিন আক্তার (৩০) এবং তাঁদের শিশু সন্তান মাহফুজা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে যাদুয়ারচর গ্রামের জিয়াসমিন আক্তার (৩০), তাঁর মেয়ে মাহফুজা (৭), বাবা এসকান ফরাজী ও ছোট বোনসহ চার জন একটি ভ্যানে করে বাড়ি থেকে শিবচর বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় তাঁদের ভ্যানটি ডঙ্গুরপাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ট্রাকটি রাস্তায় পড়ে থাকা জিয়াসমিন ও তাঁর মেয়ে মাহফুজাকে পিষ্ট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াসমিন ও মাহফুজাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া দুজনের লাশ শিবচর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।