মাদারীপুরে বাসচাপায় অটোরিকশাচালক নিহত

মাদারীপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালক নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আরও আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার মঠেরবাজার এলাকায় অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরুল ইসলাম আরও বলেন, নিহত কামাল (৪০) ফরাজী মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ডিগ্রি খোঁয়াজপুর গ্রামের বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশাচালক ছিলেন। আহতরা হলেন আল-আমিন (২২), রকিব (২০), আজিজ (২১), রিয়াজ (১৯) ও রাসেল (২২)। তারা সবাই খোঁয়াজপুর গ্রামের বাসিন্দা।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূর মোহম্মদ শিকদার বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর সদরের মঠেরবাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালক কামাল ফরাজী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কামাল শেখ বলেন, পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে অগ্নিসংযোগ করে। এতে বাসটির অর্ধেক অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, আহতদের মধ্যে চারজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে পুড়ে যাওয়া বাসের কোনো যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।