মাদারীপুরে সার মজুতের অভিযোগে ডিলারের ১৫ দিনের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/30/madaripur.jpg)
মাদারীপুরের অবৈধভাবে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে এক সার ও বীজ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী সদানন্দ কুণ্ডুকে গতকাল সোমবার রাত ৯টার দিকে এই দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাঈনুদ্দিন।
ইউএনও মো. মাঈনুদ্দিন বলেন, ‘মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী সদানন্দ কুণ্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধভাবে ৮২৭ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুত করে রেখেছিল। বাজারে সার সংকট দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয়। সেই অবৈধ সার মজুতের অভিযোগে সদানন্দ কুণ্ডুকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’