মানবপাচার চক্রের দুই সদস্য হবিগঞ্জে গ্রেপ্তার
ইউরোপে পাচারকালে সুনামগঞ্জের যুবক নিহত হওয়ার ঘটনায় পাচার চক্রের দুই সদস্য আবুল মিয়া (৫০) ও আসমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গতকাল রোববার হবিগঞ্জ জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ।
পুশিল জানায়, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভনে নিরীহ ও বেকার যুবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সম্প্রতি পাচারকারী চক্রের খপ্পরে পরে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় একওয়ান ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়।
পরে ওই যুবকের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর উপজেলার আবুল মিয়া (৫০), আছমা বেগম (৪০), আলী হোসেন (২৫) এবং সালেহ আহমদকে (৪৫) আসামি করে থানায় মামলা করেন।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বলেন, ‘পাচারকারী চক্রের খপ্পরে পরে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় একওয়ান ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তারদের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগের ভেতরে রাখা চার লাখ ১৫ হাজার টাকা, সাতটি মোবাইল ফোন, একটি এটিএম কার্ড, দুটি ব্যাংক চেক ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।’
পাচারকারী চক্রের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, ‘পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’