মানিকগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন খোকা হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামি দারোগ আলী ও আব্দুর রহিমের উপস্থিতিতে এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
মানিকগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের জোরলপুর কান্দার চর এলাকার হাসান মিয়া, ইজু মিয়া ও আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার মনির হোসেন ও দারোগ আলী এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার আব্দুর রহিম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান ও শেখ মো. নজরুল ইসলাম রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসা থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরে উদ্দেশে রওনা দেন চালক আনোয়ার হোসেন খোকা। এরপর রাত ১১টার দিকে তাঁর স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন মোবাইলে কল করলে অপরিচিত একজন ব্যক্তি রিসিভ করেন। তিনি জানান আনোয়ার মোবাইল চার্জে দিয়ে রেখে ভাড়ায় চারজন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছে। এর দুইদিন পরে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মৎস্য খামারের পাশ থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে দারুস সালাম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিকেলে দুই আসামির উপস্থিতিতে রায় দেন বিচারক।