মাস্ক না থাকলে লিচু বিক্রি করা যাবে না

লিচুর জেলা দিনাজপুর। আর এই লিচু মার্কেটের উদ্বোধন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। আজ সোমবার দুপুরে গোর-এ-শহীদ বড় (ময়দান) মাঠে লিচু মার্কেটের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজিমুদ্দিন আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে দিনাজপুরের লিচু মার্কেটটি শহরের কালিতলাস্থ নিউমার্কেট থেকে সরিয়ে প্রশস্ত স্থান বড় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে ব্যবসা কার্য পরিচালনা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের বলা হয়েছে, মাস্ক ছাড়া কারো কাছে লিচু বিক্রি করা যাবে না।
এদিকে করোনাভাইরাসের কারণে এবার লিচু ব্যবসায়ীরা লিচুর দাম খুব একটা পাবেন না বলে মনে করছেন ব্যবসায়ী ও লিচু বাগান মালিকরা। কয়েকদিন আগে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। এতে লিচুবাগানের ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া করোনা আতঙ্ক রয়েছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে।
আজ বোম্বাই ও কাঁঠালি লিচু এক হাজার থেকে ১২০০ টাকা হাজার দরে বিক্রি হতে দেখা গেছে। এদিকে ঢাকাসহ দেশের বাইরের জেলা থেকে এখনো কোনো পাইকার আসেনি দিনাজপুরে। পাইকার না এলে লিচু বিক্রি অনেকটা কমে যাবে এবং দামও কমবে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় ছয় হাজার ৫০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যা ওজনে দাঁড়ায় ৩০ হাজার মেট্রিক টন। এর বাজার মূল্য প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা।