মা ইলিশ সংরক্ষণে খুলনায় কোস্টগার্ডের অভিযান

খুলনার ভৈরব নদে মাছধরা ট্রলারগুলোতে আজ বুধবার সকালে অভিযান চালায় কোস্টগার্ড। ছবি : এনটিভি
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর খুলনা মাছঘাটে (৫ নম্বর ঘাট) লিফলেট বিতরণ এবং অভিযানের মাধ্যমে তারা এ কর্মসূচি শুরু করে।
আজ থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার।
তার আগে কোস্টগার্ড ভৈরব নদে মাছধরা ট্রলারগুলোতে অভিযান পরিচালনা করে তল্লাশি চালায়।
লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার বলেন, ‘মুজিববর্ষে আমাদের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এর ধারাবাহিকতায় আগামী ২২ দিন আমাদের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় কোস্টগার্ড পশ্চিম জোন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অভিযান পরিচালনা করব, পাশাপাশি জনগণের মধ্যে প্রচারণা চালাব মা ইলিশ রক্ষার জন্য।’