মির্জাপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশের গুলি
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের নাহিদ কটন মিলে পূর্ণ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদসহ পুলিশের তিন সদস্য ছাড়াও অন্তত ৫০ জন শ্রমিক আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৪১ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বিকেলে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যার পরে পরিস্থিতি শান্ত হয়। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আলম চাঁদ বলেন, ‘পূর্ণ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নাহিদ কটন মিলের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। শ্রমিকদের বুঝিয়ে বললে তারা সড়ক ছেড়ে দিলেও কিছু অতিউৎসাহী শ্রমিক ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ শটগানের গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
নাহিদ কটন মিলের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের ঈদ বোনাস তিন দিন আগেই দেওয়া হয়েছে। তাদের দাবিকৃত চলতি মাসের পূর্ণ মাসের বেতন দিয়ে দেওয়া হবে।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ বলেন, ‘বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করে। পরে তারা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১ রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’