মুক্তাগাছায় ৩৮৫ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৮৫ বোতল ফেনসিডিলসহ আটক দুলাল মোল্লা ও মোজাহার আলী। ছবি : এনটিভি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৮৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়। র্যাব-১৪-এর কর্মকর্তা মেজর মো. শিবলী সাদিক আজ রোববার এ খবর নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল মোল্লা ও মোজাহার আলী। তাঁরা দুজনই দিনাজপুরের বাসিন্দা।
মেজর শিবলী সাদিক জানান, গোপন খবর পেয়ে আজ সকাল সাড়ে ৯টার দিকে মুক্তাগাছার বানারপাড় এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় আসামিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে ধরে ফেলেন। আটক ব্যক্তিরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে বলেও জানান শিবলী সাদিক।