মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা, আহত ১০

চাঁদপুরের মেঘনায় জেলেদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন নৌপুলিশের সদস্যরা। ছবি : এনটিভি
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে নৌপুলিশের ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা অভিযান টিমের ওপর হামলা করেছে স্থানীয় জেলেরা। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নৌপুলিশের ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরিদা রানু জানান, মা ইলিশ রক্ষায় ঢাকা হেডকোয়ার্টার থেকে আসা অভিযান টিমটি আজ রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বরের মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় যায়। এ সময় জেলেরা নৌপুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জেলেদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে নৌপুলিশের ১০ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল কারেন্ট জালসহ সাত জেলেকে আটক করেছে নৌপুলিশ।