মেডিকেল চেকআপে সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/22/g-m-kader.jpg)
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আগামী মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আজ রোববার তাঁর প্রেস সেক্রেটারিয়েট খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।
জালালী জানান, আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৯ বিমানে করে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি সিঙ্গাপুরের অরচার্ড হোটেলে অবস্থান করবেন।
তিনি আরও জানান, ২৯ মে সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৬ বিমানে করে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন জাতীয় পার্টি চেয়ারম্যান।