মেহেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

মেহেরপুর সদর থানা ভবন। ছবি : এনটিভি
মেহেরপুর সদর উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন ওই নারী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্বামী উপস্থিত না থাকায় গতকাল রোববার রাতে ওই নারীকে জোর করে বাড়ির পাশের আমবাগানে তুলে নিয়ে যান হযরত আলী। সেখানে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে লোকজন ছুটে এলে অভিযুক্ত হযরত আলী পালিয়ে যান। পরে গ্রামবাসী ওই নারীকে উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, পুলিশ মেডিকেল টিম নিয়ে রাতেই আলামত সংগ্রহ করেছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।