মোংলায় জেলেদের মধ্যে কোস্টগার্ডের সুরক্ষাসামগ্রী বিতরণ

উপকূলীয় জেলেদের মধ্যে রেডিও ও লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষাকারী দ্রব্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
মুজিব শতবর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের বেইসে আয়োজিত অনুষ্ঠানে মোংলার উপকূলীয় এলাকার জেলেদের হাতে লাইফ জ্যাকেট, লাইফবয়া, রেডিও, টর্চ লাইট, রেইনকোট ও কম্বল তুলে দেন তিনি।
এ সময় কোস্ট পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ ৩০ জন জেলেকে এ জীবনরক্ষকারী সামগ্রী দেওয়া হয়েছে।
এর আগে উপকূলীয় এলাকার প্রায় দুইশ জেলেকে কোস্টগার্ড এ সহায়তা প্রদান করে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ ও মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।’