মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস

বাগেরহাটের মোংলায় আজ শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর যশোরে রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। মোংলা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মোংলার রাস্তাঘাটে আজ লোকজনও অন্যান্য দিনের তুলনায় কম। তাই বন্দর ও পৌর শহরের দোকানপাট ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না লোকজন। শহরের মাদ্রাসা রোড ও রিজেকশন গলির খেটে খাওয়া দিনমজুরদেরও কাজে দেখা যাচ্ছে না। প্রচণ্ড গরমে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের পাশাপাশি এর প্রভাব পড়েছে প্রাণীকুলের ওপরও। চরম ঝুঁকিতে রয়েছে এখানকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি শিল্প।
উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, তাপদাহ চিড়িং ঘেরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ গরমে ঘেরের মাছ মারা যাওয়ার ঝুঁকি রয়েছে। ক্ষতি এড়াতে তিনি ঘেরের পানি নিয়মিত ওঠানামা ও পানি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, এ গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তাপপ্রবাহে বাইরে বের না হওয়ার পরামর্শ তাঁর।