মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় এলাকায় লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ছবি : এনটিভি
বাংলাদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র (আবহাওয়া অফিস)। এর প্রভাবে আজ সোমবার সকাল থেকে মোংলাসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে, দুপুরের জোয়ারে বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পানিও বেড়েছে। নদীর পানি বাড়ায় শহরের কুমারখালী এলাকায় রাস্তা তলিয়ে গেছে। এ ছাড়া নদীর তীরের নিম্নাঞ্চলের রাস্তা ও বাঁধ উপচে পানি ভেতরে ঢুকে পড়ছে।
থেমে থেমে হওয়া হালকা মাঝারি বৃষ্টিতে বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহনে তেমন কোনো প্রভাব পড়েনি। ফলে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।