মোটরসাইকেল কিনতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত সুকন্ঠ বৈদ্য। ছবি : সংগৃহীত
মাদারীপুরের রাজৈর উপজেলায় সুকন্ঠ বৈদ্য (৩০) নামের এক যুবক ট্রাকচাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কালিবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
নিহত ওই যুবক মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়ার চৌহদ্দি গ্রামের বাসিন্দা ও একই এলাকার কৃষ্ণকান্ত বৈদ্যর ছেলে। তিনি একটি দর্জি দোকানের কর্মচারী ছিলেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ‘টেকেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার কেন্দুয়া যাচ্ছিলেন সুকন্ঠ। তিনি নিজেই মোটরসাইকেল কিনতে সেখানে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক।’