মোবাইল ব্যাংকিং প্রতারণা : ৮ আসামিকে কারাদণ্ড
বিকাশ ও নগদে প্রতারণার ঘটনায় করা মমালায় আট আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৭ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন। এদিন আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।
অভিযোগ গঠনের শুনানির সময় আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে বিচারক প্রত্যেক আসামির দশ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া মামলায় আসামিদের কাছ থেকে জব্দ হওয়া দুই লাখ ৮০ হাজার ৫০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার আদেশ দেন। একইসঙ্গে গ্রেপ্তার পাঁচ আসামির হাজতবাস কারাদণ্ড হিসেবে ঘোষণা করেন।
আদালতের সরকারি কোঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামীম এ বিষয়ে জানিয়েছেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন—ভাঙ্গা থানার চর ব্রাক্ষণপাড়া গ্রামের রিফাত মুন্সি, ফরহাদ মোল্লা, সিঙ্গাইর গ্রামের সাগর খলিফা, ব্রাক্ষণপাড়া গ্রামের নিসাত ওরফে নিসাদ, সদরপুর থানার বাবু মন্সি, জাহিদ মোল্লা, জঙ্গলপাশা গ্রামের শামীম খান ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ডুরাইল গ্রামের সিপন হোসেন।