আদালতে দোষ স্বীকার করলেন মুফতি কাজী ইব্রাহিম
মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম আদালতে দোষ স্বীকার করেছেন। আজ সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকারের আদালতে দোষ স্বীকার করেন তিনি।
তাঁর দোষ স্বীকারের পরে বিচারক এই পর্যন্ত কারাভোগকেই সাজা হিসেবে প্রদান করেছেন। সে হিসাবে তাঁর এক বছর তিন মাস ১৯ দিনের কারাভোগের সাজা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম।
নথি থেকে জানা গেছে, কাজী ইব্রাহিম তার বিভিন্ন ওয়াজ মাহফিল ও খুতবা দেওয়ার সময় মিথ্যা উসকানিমূলক ও ভয়ভীতি সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করেন। প্রচারিত ভিডিও সম্পর্কে জিজ্ঞাসাবাদকালে তিনি এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে কোনো সদুত্তর দিতে পারেননি। এ ছাড়া জিজ্ঞাসাবাদে উসকানিমূলক ভিডিওগুলোতে প্রচারিত বক্তব্য তাঁর নিজের বলে স্বীকার করেন।
কাজী ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত-সমালোচিত। করোনা মহামারি নিয়ে নানা বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হন। সম্প্রতি ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের নাম শেখ যুবায়ের ছিল বলেও মন্তব্য করেন মুফতি ইব্রাহিম।