ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আইনজীবীদের আন্দোলন, বিচারকাজ বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/cyber-tribunal.jpg)
আইনজীবীদের আন্দোলনের মুখে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ রয়েছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সামনে বিচারককে অপসারণ করার দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা। এ সময় বিচারক খাস কামড়ায় অবস্থান করেন। তবে এজলাসে ওঠেননি।
এ বিষয়ে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মিরাজ উদ্দিন শিকদার বলেন, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এক আসামির জামিন নামঞ্জুর করায় উপস্থিত আসামি পক্ষের আইনজীবীরা বিচারকের উদ্দেশে ক্ষোভ ঝাড়েন। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাস কামড়ায় চলে যান। আজ আইনজীবীরা বিক্ষোভ করায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি এজলাসে ওঠেননি।
আসামি পক্ষের আইনজীবী শামসুজ্জামান দীপু বলেন, বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এজন্য সাধারণ আইনজীবীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করছেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে অবগত রয়েছেন। তাদের সম্মতি নিয়েই সাধারণ আইনজীবীরা সাইবার ট্রাইব্যুনাল বয়কট করেছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, কারাগারে পাঠানোর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার অনুপস্থিতিতে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকদিন আগে তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। সপ্তাহ ব্যবধানে আবারও তার জামিন চাইলে বিচারক তার জামিন নাকচ করেন। এ সময় আসামি পক্ষের জামিন নাকচ হওয়ায় বিচারকের সঙ্গে অশোভন আচরণ করেন আইনজীবীরা। পরবর্তীতে বিচারক এজলাস ত্যাগ করেন।
আন্দোলনরত আইনজীবীরা গণমাধ্যমকে জানান, এই বিচারক নিয়মিত আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত না। প্রতিনিয়ত তিনি ক্ষমতার অপব্যবহার করেন। এজন্য আমরা তার অপসারণ চাই।