ময়মনসিংহের একটি মহল্লা স্বেচ্ছায় লকডাউন করলেন বাসিন্দারা

‘করোনায় আক্রান্ত হব না, কাউকে আক্রান্ত করব না’—এ প্রত্যয় নিয়ে ময়মনসিংহ শহরের একটি মহল্লা স্বেচ্ছায় লকডাউন করেছেন সেখানকার বাসিন্দারা। ওই মহল্লার বাসিন্দারা যেমন বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন না, প্রবেশ করতেও দিচ্ছেন না কাউকে। মহল্লাবাসীরা মনে করেন, এভাবেই করোনা মোকাবিলায় সব এলাকা লকডাউন করা উচিত।
ময়মনসিংহ শহরের মাদ্রাসা কোয়ার্টার এলাকার সড়কটি চলে গেছে ফুলবাড়িয়ার দিকে। সড়কটিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক বলা হয়। এক সময় এ সড়ক দিয়ে চলাচল করত বিভিন্ন ধরনের শত শত যানবাহন। পাশেই সাউথ বাউন্ডারি রোড এলাকার নওমহল সরকারবাড়ি সড়কেও ছিল যানবাহন আর শতশত মানুষের চলাচল। কিন্তু গোটা সাউথ বাউন্ডারি এলাকাজুড়ে এখন ভুতুড়ে পরিবেশ, সুনসান নিরবতা। সড়কটির প্রবেশ ও বহির্গমন পথে দেওয়া হয়েছে শক্ত বাঁশের ব্যারিকেড। বাসিন্দারা নিজেরাও জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে রাস্তায় নামছেন না।
এলাকাবাসীরা এনটিভি অনলাইনকে, মহল্লাটিতে প্রায় শতাধিক পরিবারের পাঁচ শতাধিক মানুষের বসবাস। বহিরাগতদের মাধ্যমে বা নিজেদের মধ্যে কারো মাধ্যমে যেন করোনা না ছড়ায়, এজন্য নিজেরাই এলাকাটিকে লকডাউন করে দিয়েছেন।
এলাকার বাসিন্দা হাসনাত জানালেন, করোনাভাইরাস মোকাবিলায় বাঁশের ব্যারিকেড দিয়েছেন নিজেদের উদ্যোগে। কারণ, সড়কটি দিয়ে প্রতিদিন শতশত রিকশাসহ হালকা যানবাহন ও মানুষের চলাচল ছিল। তাদের মাধ্যমে যাতে করোনা না ছড়ায়, তাই এ পদক্ষেপ।
শাকিল নামের একজন জানান, সবার নিরাপত্তার জন্য তাঁরা রাস্তার দুই পাশে বেরিকেড দিয়ে মানুষ আর যান চলাচল বন্ধ করে দিয়েছেন, যাতে করোনাভাইরাস থেকে নিজেরা মুক্ত থাকতে পারেন এবং অন্যকে সাহায্য করতে পারেন।
পাপ্পু নামের এক বাসিন্দা জানান, এ এলাকা দিয়ে বহিরাগত অনেক মানুষ চলাচল করে। এর ফলে যেন তাঁরা আক্রান্ত না হন এবং সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে জন্য এলাকার কমিশনার বাসিন্দাদের স্বার্থেই ব্যারিকেড দিয়েছেন।