ময়মনসিংহে অপহরণের ৪৩ দিন পর কলেজছাত্রী উদ্ধার

ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধারকৃত অপহৃত কলেজছাত্রী। ছবি : এনটিভি
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে অপহৃত কলেজছাত্রীকে ৪৩ দিন পর একই উপজেলার রানদিয়া এলাকা থেকেই আজ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পিবিআই। জেলা পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আজ বিকেলে এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ই-মেইল বার্তায় জানান, গত ৯ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে কলেজে যাওয়ার পথে এলাকার মনির হোসেন চারজন সহযোগীকে নিয়ে ওই কলেজছাত্রীকে (১৭) জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়েটির পরিবার একটি অপহরণের মামলা করে। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই। আজ সকালে উদ্ধারকৃত কলেজছাত্রীর জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।