ময়মনসিংহে আইসোলেশনে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত নেই

ময়মনসিংহের সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘নগরীর শিকারিকান্দা এলাকার ওই নারীর করোনা শনাক্ত হওয়ার পর এস কে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।’
সিভিল সার্জন আরো বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়। এঁদের মধ্যে তিনজন মারা গেছেন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’
বর্তমানে ৫৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান ওই চিকিৎসক।