ময়মনসিংহে আরো ১৪৫ জনের করোনা পজিটিভ

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গতকাল মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার শনাক্ত হয়েছে ১৪৫ জন।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা এ বি এম মশিউল আলম এ খবর নিশ্চিত করে জানান, জেলায় করোনা আক্রান্ত ১৪৫ জনের মধ্যে মচিমহা ও সদর উপজেলায় ১১০ জন, ত্রিশালে ১৪, ধোবাউড়ায় ১০, নান্দাইলে চারজন, গফরগাঁওয়ে চারজন, ভালুকায় দুজন ও ফুলপুরে একজন। এ ছাড়া জেলায় তিনজন ফলোআপ পজিটিভ রয়েছে।
এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২০৪ জন। এর মধ্যে মারা গেছে ১১ জন।