ময়মনসিংহে আরো ২ চিকিৎসক শনাক্ত, ৪ উপজেলা লকডাউন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত পাঁচদিনে জেলায় ছয়জন করোনায় আক্রান্ত হলেন।
এর আগে গফরগাঁওয়ে আরো এক নারী, মুক্তাগাছায় এক এপিবিএন সদস্য, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়িতে এক পোশাককর্মী, ফুলপুরে এক কৃষকের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের নগরীর এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে স্থানীয়ভাবে গফরগাঁও ও মুক্তাগাছা পৌর এলাকা, ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়ন, ফুলপুরের বালিয়া কইচ্যাকান্দার ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ‘গাজীপুর থেকে পালিয়ে এসে করোনা আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। বিষয়টি জানাজানি হলে ওই রোগীকে দ্রুত এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডকে লকডাউন করে সব রোগীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে আজ সোমবার টাঙ্গাইল থেকে আসা করোনা আক্রান্ত তিন রোগীকে এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই চিকিৎসক।