ময়মনসিংহে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

ময়মনসিংহে নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৫২ জনের করোনা শনাক্ত করা হয়। এটি ময়মনসিংহে একদিনে করোনা শনাক্তের সংখ্যায় সর্বোচ্চ। ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ খবর জানিয়েছেন।
করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ভালুকা উপজেলার এক চিকিৎসক ও শিল্প পুলিশের ছয় সদস্যসহ ১৩ জন, ধোবাউড়া উপজেলার ১২ জন, সদর উপজেলার ৯ জন, মমেক হাসপাতালের এক চিকিৎসকসহ আটজন স্বাস্থ্যকর্মী, ফুলপুরের এক চিকিৎসকসহ ছয়জন, গফরগাঁওয়ে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও এক গার্মেন্ট ব্যবসায়ী, গৌরীপুরের একজন ও ঈশ্বরগঞ্জের একজন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট ৪৫৭ জনের করোনা শনাক্ত করা হলো। এ ছাড়া এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছয়জনের। এ ছাড়া সুস্থ হয়েছে মোট ১৬৭ জন।