ময়মনসিংহে করোনার উপসর্গে স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহে নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কুলের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের এস কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তিনি মারা যান। জেলার সিভিল সার্জন মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষকের নাম কামরুল হুদা শাকের। তিনি ত্রিশাল উপজেলার ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এস কে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাকের। এরপর অবস্থার অবনতি হলে আজ সকালে মৃত্যু হয় তাঁর।
মৃত্যুর পর ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মশিউল আলম।