ময়মনসিংহে চিকিৎসকের করোনা, প্রতিমন্ত্রীর বাসভবনসহ বিশেষ নজরে পুরো এলাকা

ময়মনসিংহে চিকিৎসকসহ আরো ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় শহরের পণ্ডিতপাড়া এলাকায় অবস্থিত গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসভবনসহ পুরো এলাকাকে বিশেষ নজরদারির আওতায় এনেছে প্রশাসন। ওই এলাকায় গতকাল রোববার রাত ১০টা থেকে এই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এ নিয়ে ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।
করোনা শনাক্ত হওয়া ওই দন্ত চিকিৎসক পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। আর এ জন্য প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসভবনও এ বিশেষ বিধিনিষেধের আওতায় পড়েছে। পণ্ডিতপাড়ার সব প্রবেশপথে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। ওই এলাকা থেকে কাউকে প্রবেশ করতে বা বের হতে দিচ্ছে না পুলিশ।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক গালিব খান জানান, পুরো ময়মনসিংহ জেলাকেই আগে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার পর পণ্ডিতপাড়া এলাকাটিকে বিশেষভাবে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার রবিউল ইসলাম জানান, ওই চিকিৎসককে আইসোলেশনে রাখা হবে। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম তাঁর বাসায় যাবে। তাঁর পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া পুরো এলাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ সদর উপজেলায় চারজন, নান্দাইলে দুজন, মুক্তাগাছায় দুজন, ফুলপুরে একজন, হালুয়াঘাটে একজন, ঈশ্বরগঞ্জে একজন ও ভালুকায় একজনের করোনা শনাক্ত হয়েছে।