ময়মনসিংহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/02/mymen-sd-news-pic.jpg)
ময়মনসিংহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ। ছবি : এনটিভি
শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (২ জানুয়ারি ২০২৩) বিকেলে ময়মনসিংহ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ করে তারা।
দক্ষিণ জেলা ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, শামীম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান প্রমুখ।
উত্তর জেলা ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ প্রমুখ।