ময়মনসিংহে ছিন্নমূল মানুষের মধ্যে পুনাকের কম্বল বিতরণ

ময়মনসিংহে তিন শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান ও তাঁর স্ত্রী পুনাকের সভানেত্রী কানিজ আহমার উজ্জামান এসব কম্বল ও মাস্ক বিতরণ করেন।
গতকাল রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ও রেল লাইনের পাশে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র ও করোনা সামগ্রী বিতরণ করেন তাঁরা।
এ ছাড়া শহরের বলাশপুর (মরাখলা) এলাকায় একটি এতিমখানায় অর্ধশত এতিম শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার ও তাঁর পত্নী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক, ১ নম্বর ফাঁড়ির পরিদর্শক দুলাল আকন্দ ও কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেছেন, ‘বাংলাদেশ পুলিশ করোনাকালের শুরুতেও অসহায় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।’