ময়মনসিংহে ‘জীবাণুমুক্ত ট্যানেল‘ স্থাপন

করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় ‘জীবাণুমুক্ত ট্যানেল‘ বসানো হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এই ট্যানেল বসানো হয়। সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু আজ সোমবার দুপুরে ট্যানেলের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে শহরের আটটি গুরুত্বপূর্ণ স্থানে এই ট্যানেল স্থাপন করা হয়েছে। শহরের মেছুয়া বাজারের পাঁচটি প্রবেশমুখে একটি করে, নদীরপাড় কাঁচাবাজারে একটি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও এস কে হাসপাতালে একটি করে ট্যানেল স্থাপন করা হয়েছে।
বাজারে বা হাসপাতালে প্রবেশের আগে সংশ্লিষ্ঠ ব্যক্তিকে এই ট্যানেল অতিক্রম করতে হবে। ট্যানেল অতিক্রম করার সময় সেখানে লাগানো সেন্সর সক্রিয় হয়ে ওঠবে। আর তখনি টানেলের সঙ্গে সংযুক্ত ট্যাংক থেকে ব্যক্তির শরীরে জীবাণুনাশক স্প্রে হতে থাকবে। তাতে সেই ব্যক্তি জীবাণুমুক্ত হবেন।
এ সময় সিটি মেয়র নগরবাসীকে বিনা কারণে ঘর হতে বের না হওয়ার আহ্বান জানান।