ময়মনসিংহে দুপক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে জোবায়ের হোসেন সরকার বাবু (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। উপজেলার কালিখা গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ খবর নিশ্চিত করেছেন।
নিহত জোবায়ের হোসেন কালিখা গ্রামের হাফেজ উদ্দিন সরকারের ছেলে। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন আতিকুল সরকার (৩০) মোখলেছুর সরকার (২৮) ও জোহা আকন্দ (২৫)। তাঁদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আবুল খায়ের জানান, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রোববার সন্ধ্যায় স্থানীয় খান ও সরকার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে নিহত হয় কলেজছাত্র জোবায়ের। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।