ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় আজ শুক্রবার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তৌহিদুল ইসলাম খান (২৫) বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামে।
ময়মনসিংহ তিন নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক দুলাল উদ্দিন আকন্দ প্রাথমিকভাবে এ খবর নিশ্চিত করে বলেন, মৃত্যুর আগে ওই শিক্ষার্থী পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় জনৈক আদিলের বাসায় ভাড়া থাকতেন ওই শিক্ষার্থী। ভোরে তার কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে তাঁর চিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর দেওয়া জবানবন্দিমতে আসামি আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।