ময়মনসিংহে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৪

ময়মনসিংহের অভিযান চালিয়ে ভিডিও পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। গতকাল মঙ্গলবার রাতে তাদের সদর উপজেলার চুরখাই বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুজন (২৩), মো. আনোয়ার হোসেন (২৬), মো. হৃদয় (২১) ও মো. বাদশা মিয়া (২৪)।
র্যাব-১৪-এর মেজর আখের মুহাম্মদ জয় ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসাইন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এ সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি কাজে ব্যবহৃত তিনটি ডেস্কটপ কম্পিউটার, পাঁচটি স্পিকার, ছয়টি কার্ড রিডার ও বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম জব্দ করা হয়।
এ ঘটনায় আজ বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
আজ সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার ও র্যাবের মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসাইন এক ই-মেইল বার্তায় এই খবর নিশ্চিত করেছেন।
ই-মেইল বার্তায় দাবি করা হয়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ময়মনসিংহের চুরখাই বাজারের তৈয়ব মার্কেটে অবস্থিত ‘সুজন কম্পিউটার’ ও ‘আনোয়ার কম্পিউটার’ এবং মফিজ মার্কেটে অবস্থিত ‘বাদশা কম্পিউটার’ নামের দোকানের ভেতর বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়েছে। এ ছাড়া পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ এবং প্রকাশ্যে প্রদর্শন করে গণ-উপদ্রপ সৃষ্টি করে আসছিল। এসব গণ-উপদ্রব সৃষ্টিকারীর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আজ বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামরুজ্জামান বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।