ময়মনসিংহে পাঁচ হাজার কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে পাঁচ হাজার অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে শিশু খাদ্যসহ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে সিটি করপোরেশন। আজ রোববার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দরিদ্র ও শিশুদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র ১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র ৩ শামিমা আক্তার, সিটি করপোরেশনের ত্রাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায়-দরিদ্র-কর্মহীন মানুষকে ভালো রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। খাদ্য, ত্রাণ, নগদ সহায়তা ইত্যাদির মাধ্যমে করোনার এই দুর্যোগময় সময়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের একটি মানুষও অনাহারে থাকবে না।
নাগরিকবৃন্দের প্রতি আহ্বান রেখে সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণ বিস্তার বৃদ্ধির পাচ্ছে। প্রধানমন্ত্রী খাদ্য উপহার দিচ্ছেন যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই ঘরে থাকুন। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।