ময়মনসিংহে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তারি পরোয়ানা

ময়মনসিংহে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি বোরহান সারওয়ার্দী। ছবি : সংগৃহীত
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) অফিসের অফিস সহকারী বোরহান সারওয়ার্দীর বিরুদ্ধে। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এইচ এম এরশাদুল আলম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল হোসাইন মো. তাজ এ খবর নিশ্চিত করেছেন।
আইনজীবী তাজ জানান, অভিযুক্ত বোরহান এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ে করতে রাজি না হওয়ায় ওই নারী ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজ আরো জানান, মামলাটি ময়মনসিংহ পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আজ বুধবার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।