ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের আকুয়া সোরাবের খোলায় অয়ন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
ময়মনসিংহ ৩ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন আকন্দ এ খবর নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রাত সাড়ে ৮টার দিকে আকুয়া মোটাবাত্তর এলাকার দুর্বৃত্তরা অয়নকে কুপিয়ে হত্যা করে। বিষয়টি জানাতে পেরে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তদন্তের পর হত্যার মোটিভ জানা যাবে বলে জানান ফাঁড়ি পুলিশের কর্মকর্তা দুলাল উদ্দিন আকন্দ।