ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

করোনা রোগীদের পরিবহনের জন্য ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
আজ বিকেলে ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোডে এই সার্ভিসের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘নিজে ঘরে থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন।’ করোনা রোগী পরিবহনে কোনো ভাড়া দিতে হবে না। দলটির নেতারাই দৈনিক এক হাজার টাকা ভাড়া এবং রোগী পরিবহনের তেল খরচ বহন করবেন। চারটি অ্যাম্বুলেন্স দিয়ে শুরু হলো এই মানবিক সার্ভিসটি। চাহিদা বেড়ে গেলে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর আহ্বায়ক মোফাখারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক শেখ মাসুম ও আব্দুল আউয়াল মিন্টু।
এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। নম্বরটি হল: ০১৮৪২১১২১২৮। এই নম্বরে কল দিলেই ঘটনাস্থলে হাজির হবে অ্যাম্বুলেন্স।