ময়মনসিংহ এসকে হাসপাতালে পিপিই দিল পুলিশ

ময়মনসিংহ পুলিশ প্রশাসনের উদ্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ১৫টি পিপিই সেট তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।
উল্লেখ্য, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য এসকে হাসপাতালে ৪০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তাই চিকিৎসক ও সেবিকারা যাতে করোনা রোগীর সংস্পর্শে এসে নিজেরা আক্রান্ত না হন সেকথা বিবেচনায় রেখে পিপিই সহায়তা দিয়েছে জেলা পুলিশ।
এ ছাড়া পুলিশ প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের কর্মহীন বিভিন্ন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা চলমান রেখেছে।
পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে দেশের চলমান সংকট মোকাবিলায় আমরা যতটুকু পারছি করে যাচ্ছি। তবে সবাইকে যার যার সাধ্যমতো এগিয়ে আসতে হবে।’ পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারি নির্দেশনা যাতে সবাই মেনে চলেন এজন্য গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ সুপার আহমার উজ্জামান।