ময়মনসিংহ চেম্বারের সভাপতি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক শামীম। ছবি : এনটিভি
ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল হক শামীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার রাতে চেম্বারের সহসভাপতি শংকর শাহা এ খবর নিশ্চিত করেছেন।
আজ সন্ধ্যায় মো. আমিনুল হক শামীমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে সকালে তাঁর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। করোনাভাইরাসে আক্রান্ত এই বিশিষ্ট ব্যবসায়ী এখন ঢাকার বনানীর নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।
ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদ মো. আমিনুল হক শামীমের সুস্থতা কামনায় ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে আগামী ১ জানুয়ারি বাদ জুমা দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হবে বলে জানান শংকর শাহা।