ময়মনসিংহ বিভাগে আরো পাঁচজনের করোনা শনাক্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
পাঁচজনের মধ্যে একজন হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক নারী, দুজন হলেন জামালপুরের বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলার বাসিন্দা এবং বাকি দুজন হলেন শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতির বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এই খবর নিশ্চিত করেছেন। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও জেলার সিভিল সার্জনদের ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান। এর আগে গতকাল এই ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে দুজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।