ময়মনসিংহ বিভাগে আরো ৫৭ জনের করোনা পজিটিভ

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে ৫৬৪ নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় এক স্বাস্থ্যকর্মীসহ সদর উপজেলায় ২৯ জন, ভালুকার তিনজন ও নান্দাইলে একজনসহ ৩৩ জন রয়েছেন।
এ ছাড়া জামালপুর জেলায় ১৮ জন ও শেরপুর জেলায় ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ এই খবর নিশ্চিত করেছেন।
জামালপুর জেলায় ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ছয়জন, ইসলামপুরে ছয়জন, সরিষাবাড়ীতে দুজন, দেওয়ানগঞ্জে দুজন ও মাদারগঞ্জে দুজন রয়েছে।
শেরপুর জেলায় ছয়জনের মধ্যে সদরে দুজন ও নালিতাবাড়ীতে চারজন রয়েছেন।
এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত এক হাজার ৩১৮ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৬১১ জন, জামালপুর জেলায় ৩২৮, নেত্রকোনা জেলায় ২৫৯ ও শেরপুর জেলায় ১১৮ জন রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। এ নিয়ে চার জেলায় সুস্থ হলেন ৪৭৮ জন।
বিভাগে করোনায় আক্রান্ত সর্বমোট মারা গেছেন ১৩ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ছয়জন, জামালপুর জেলায় চারজন, নেত্রকোনা জেলায় দুজন ও শেরপুর জেলায় একজন।