ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া তিন জন ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জন ময়মনসিংহের, দুজন জামালপুরের ও একজন নেত্রকোনার বাসিন্দা।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনায় মারা যাওয়া রোগীরা হলেন ময়মনসিংহ সদরের সুমনা (৩৫), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জন হলেন, ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০), রমেসা (১০০), মাদারগঞ্জের মেরি (৫০), ত্রিশালের সামাদ (৯০), নেত্রকোনার ফজরুন্নেসা (৬০) ও জামালপুরের রাজিয়া (৮৫)।
ডা. মহিউদ্দিন আরও জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন ভর্তি হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয় জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, ময়মনসিংহ জেলায় ২৪ ঘণ্টায় ২২৬টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই পিসিআর টেস্ট করিয়েছিল। শনাক্তের হার ২৫ দশমিক ২২ শতাংশ।