ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, গাড়িচালকের বিরুদ্ধে মামলা
এবার রাজধানীর মহাখালীতে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী (৫৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
তবে, সিটি করপোরেশনের কোন গাড়িটি শিখা রানীকে ধাক্কা দেয় তা শনাক্ত করতে পারেনি পুলিশ। পলাতক রয়েছেন গাড়িচালকও।
নিহতের ছেলে অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানা গেছে।
আজ রোববার তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এনটিভি অনলাইনকে পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনাটি জানান। তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারান।’
শাহ আলম বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে ময়লার অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে সড়ক আইনে মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত গাড়িচালক পলাতক। আমরা খোঁজার চেষ্টা করছি, সিটি করপোরেশনের কোন গাড়িটি তাঁকে ধাক্কা দিয়েছে। আশা করছি, চালকেকে দ্রুতই গ্রেপ্তার করতে পারব।’
থানা সূত্র বলছে, শনিবার রাতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। সে সময় গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। সেখান থেকে উদ্ধার করে পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচ্ছন্নতাকর্মী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।
গত বছরের ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সেদিনই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক আন্দোলনে নামেন। পরের দিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। তখন আন্দোলন আরও বেগবান হয়। ছড়িয়ে পড়ে সারা দেশে।
শিক্ষার্থীদের আন্দোলন তখন তুঙ্গে, এরই মধ্যে গত ২৯ নভেম্বর রাতে রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ হারান মাইনুদ্দীন ইসলাম নামের আরেক শিক্ষার্থী। এ ঘটনার পর কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর দুদিন পর গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব ঘটনার পর গতকাল শনিবারও নিরপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।