যমুনা নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/15/siraajgnyj.jpg)
সিরাজগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ কলেজছাত্র শিশির। ছবি : এনটিভি
সিরাজগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ কলেজছাত্র শিশিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) রাতে সিরাজগঞ্জে যমুনা নদীর ৩ নং ক্রস বাঁধ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কলেজছাত্র শিশির সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলম শেখের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে কলেজছাত্র শিশির তার বন্ধুদের সঙ্গে নিয়ে যমুনা নদীতে গোসল করতে যায়। তারা নদীতে নেমে মোবাইলফোনে সেলফি তুলছিলেন। এসময় শিশির গভীর পানিতে তলিয়ে যায়। রাতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে শিশিরের মরদেহ উদ্ধার করে।